ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ক্যালিফোর্নিয়ার ক্যাম্পেইন বাতিল করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ক্যালিফোর্নিয়ার ক্যাম্পেইন বাতিল করলেন হিলারি

ঢাকা: ক্যালিফোর্নিয়ায় পূর্ব নির্ধারিত নির্বাচনী ক্যাম্পেইন বাতিল করেছেন হিলারি ক্লিনটন। দু’দিনের ক্যাম্পেইনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার (১২ সেপ্টেম্বরে) তার রওনা দেওয়ার কথা ছিল।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট এ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় হিলারি তার নিউইয়র্ক বাসভবনে অবস্থান করবেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে ক্যাম্পেইনটি বাতিল করা হয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, কর্মসূচিতে অর্থনীতি সম্পর্কে তার (হিলারি ক্লিনটন) বক্তব্য দেওয়া শিডিউল ছিল।

এর আগে ৯/১১ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থতা অনুভব করেন হিলারি।  

সম্প্রতি নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে ৭০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হিলারির ‘শারীরিক সক্ষমতা’ নিয়ে প্রশ্ন তোলেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।